ভারতে করোনা অতিমারি ক্রমশ কমে আসেছে। অপরদিকে চিন এখনও করোনাতে জর্জরিত। এরই মাঝে বিগত কয়েক মাস ধরেই বিশ্বে ছড়াচ্ছে মাঙ্কি পক্স-এর আতঙ্ক। আফ্রিকা থেকে ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়াচ্ছে এই রোগ। চীনের মূল ভূখণ্ডে মাঙ্কি পক্স-এ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পরে নড়েচড়ে বসেছে প্রশাসন।মাঙ্কি পক্স নিয়ে সতর্ক চিন। আর এই আবহে চীনের শীর্ষে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদেরা পরামর্শ, মাঙ্কি পক্স থেকে সুরক্ষিত থাকতে ‘বিদেশীদের’ ছোঁবেন না।
চীনা স্বাস্থ্য কর্মকর্তার ওই পরামর্শ নিয়ে ওয়েইবোতে ব্যাপক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ তার পরামর্শকে যৌক্তিক বলে প্রশংসা করেছেন। অনেক বেশি বিদেশের সঙ্গে মিশতে হয় না বলে হাঁপ ছেড়ে বাঁচার কথা জানান। আবার অনেকেই ওই পরামর্শকে করোনা মহামারির শুরুর দিকে জড়িয়ে পড়া জাতিবিদ্বেষ ও এশিয়াদের ওপর সংহিসতার সঙ্গে তুলনা করেছেন।
স্থানীয় পুরসভার স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চোংকিং শহরে পা রাখামাত্রই সংক্রমিত ব্যক্তিকে কোয়রান্টিনে রাখা হয়েছে। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা সকলকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে। প্রত্যেকেই পর্যবেক্ষণে রয়েছেন বলে সূত্রের খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ৯০টি দেশে ৬০ হাজারেও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।