শুক্রবার শোক স্তব্ধ সমগ্র ক্রিকেট মহল । ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় মাত্র ৫২ বছর বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। ঠিক বারো ঘণ্টা আগেই টুইটারে রডনি মার্শের মৃত্যুতে শোক বার্তা দিয়েছিলেন তিনি। প্রধানত হৃদ রোগের কারণেই মৃত্যু হয়েছে বলে জানা যায়। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি এবং সেখানেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাকে। পরবর্তীকালে যথাসাধ্য চেষ্টা করেও প্রাণ বাঁচাতে পারেনি ডাক্তারেরা।
১৯৯২ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার মত দেশে লেগস্পিনার হয়ে অভিষেক করে সমগ্র বিশ্বে রাজত্ব করেছিলেন ওয়ার্ন। মাইক গ্যাটিং কে আউট করা ওনার সেই ম্যাজিক বল আজও শতাব্দীর সেরা বল হিসাবে চিহ্নিত রয়েছে। শেন ওয়ার্নের টেস্ট ক্রিকেটে ৭০৮টি উইকেট রয়েছে। টেস্ট সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তার মৃত্যুতে টুইটারে শোক বার্তা পাঠান সচিন থেকে লারা সকলে। কেউ বিশ্বাস করতেই পারছেন না শেন ওয়ার্ন আর আমাদের মাঝে নেই।