পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন আলো বাতাস তাপ জল প্রবাহ জোয়ার ভাটা সমুদ্র তরঙ্গ হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস বলে বিবেচিত হয়। এই পুনরবীকরণযোগ্য শক্তি গুলির ভবিষ্যতে চাহিদা ক্রমশ বাড়বে বলে ধরে নেয়া যাচ্ছে। যেহেতু ভবিষ্যতে অপুনরপিকরণযোগ্য শক্তি উৎস গুলি, ক্রমশ শেষ হতে থাকবে। তাই ভবিষ্যতে এই পুনরবীকরণ যোগ্য শক্তির উৎস দ্বারা বিদ্যুতের চাহিদা বাড়বে অনেক গুণ তখন কয়লা আমদানি হবে, ক্রমশই খরচা সাপেক্ষ। সেই ক্ষেত্রে জল, বায়ু ও সৌর শক্তিকে কাজে লাগিয়ে মানুষের চাহিদা পূরণ করতে হবে কারণ তখন প্রকল্প হিসাবে এগুলোই বিদ্যুতের চাহিদা মেটাবে সমীক্ষায় জানা গিয়েছে জল সেচের ক্ষেত্রে তরল জ্বালানিতে চলা পামগুলোর তুলনায় সৌরশক্তি দ্বারা চালিত পাপ গুলির খরচ অনেকটাই কম প্রায় অর্ধেকও বলা যেতে পারে সৌরশক্তি চালিত পাম্পের অনেক সুযোগ-সুবিধাও রয়েছে। বড় সুবিধা হল কৃষকদের এই পাম্প চালাতেও কোনো রকম অসুবিধা হচ্ছে না এবং বছরের একটি নির্দিষ্ট সময় যেহেতু জল সেজের কাজে ব্যবহার করা হয় পাপগুলি, তাই বছরের অন্যান্য সময় গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনে ও কাজে লাগিয়ে পাপগুলিকে ব্যবহার করানো সম্ভব।
এই ধরনের শক্তি গুলিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক কিছুতে স্বার্থসিদ্ধি করা সম্ভব। এবং সারা বিশ্বে এই শক্তির ব্যবহার অনেক আগে থেকেই শুরু করা উচিত ছিল বলে আমার মনে হয়। এই শক্তি দ্বারা ব্যবহৃত সবকিছুই অফুরন্ত তাই ভবিষ্যতে কোন চিন্তা থাকবে না এবং এই শক্তি গুলিকে কাজে লাগিয়ে আমাদের মানবজাতি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে।