মানুষের মস্তিষ্কে এবার চিপ বসানোর কথা ভাবছেন এলন মাস্ক, এই চিপের সাহায্যেই প্যারালাইজড ব্যক্তিরা ফের হাঁটাচলা শুরু করতে পারবেন এই প্রযুক্তির মাধ্যমে এমনই জানান এলন মাস্ক স্বয়ং।
আগামী 6 মাসের মধ্যেই এলন মাস্কের সংস্থা নিউরালিঙ্কের এই বিশেষ চিপ লাগানো সম্ভব হবে বলেই জানা গেছে। আপাতত FDA র কাছে অনুমতির জন্য আবেদন শুরু করা হয়েছে। অন্যদিকে মার্কিন নিয়ামক সংস্থার তদন্তে জানা গেছে এই পরীক্ষায় তাড়াহুড়োর জন্য কমপক্ষে 1500 প্রাণীর মৃত্যুও হয়েছে। এই চিপ সফল হলে বাস্তবে আসতে পারে 2011 সালের জনপ্রিয় ওয়েব সিরিজ ব্ল্যাক মিরর।
সম্প্রতি এক সেমিনারে এলন জানান নিউরালিঙ্কের সাহায্যে মস্তিষ্কের মেমোরি রেকর্ডও সম্ভব হবে। এই মাসের শুরুতেই এক টুইটের মাধ্যমে তিনি জানান মানুষের জন্য নিউরালিঙ্ক প্রস্তুত। শুধু FDA র ছাড়পত্র অপেক্ষা। কিন্ত প্রাণী মৃত্যুর খবর উঠতেই এলন মাস্ক নিজের মাথায় নিউরালিঙ্ক বসানোয় আত্মবিশ্বাসী এ কথা বলেন। এবার দেখার ভবিষ্যতে মানুষ নিউরালিঙ্কের দ্বারা কতটা সুবিধাপ্রাপ্ত হয়।