ইস্ট-ওয়েস্ট মেট্রো সুরঙ্গ হল ভারতের একটি গুরুত্বপূর্ণ রেল সুরঙ্গ পথ। এই সুরঙ্গর একটি অংশ গঙ্গা/হুগলি নদীর নিচে নির্মিত হয়েছে। পয়লা ডিসেম্বর থেকেই একটু একটু করে বাড়ছিল ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। সন্ধ্যায় ব্যস্ত সময়ে ১৫ মিনিটে জায়গায় ১২ মিনিট অন্তর অন্তর মিলছে মেট্রো। তবে প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়ের কোনও বদল দেখা যায়নি।
সূত্রের খবর, মার্চের মধ্যেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান স্টেশনের মধ্যে ট্রেনের পরীক্ষামূলক দৌড় শুরু করার চেষ্টা করা হবে, কারণ কাজ প্রায় শেষের দিকে। আগামী বছর জুনের মধ্যে বাণিজ্যিক পরিষেবার জন্য ইস্ট-ওয়েস্ট স্টেশনে সুরঙ্গ তৈরি করার লক্ষ্য নিয়েছে।
প্রসঙ্গত, কাজটা কঠিন হলেও, সেই কঠিন কাজ করে লক্ষ্যমাত্রা পূরণ করে এগোতে চাইছে মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রো মোট দৈর্ঘ্য ১৬.৬ কিলোমিটার। প্রাথমিকভাবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষের শুরু করার পরিকল্পনা করা হয়েছে। তারপর বাণিজ্যিকভাবে শিয়ালদা স্টেশন পর্যন্ত শুরু করা হবে। অপরদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দূরত্ব ৮.৪ কিমি। ওই অংশে গঙ্গার তলার সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো।