মঙ্গলবার সকাল ৬:৩০ নাগাদ মালদহের ইংরেজবাজারের নেতাজি পুরসভা এলাকায় বিস্ফোরণ হয়। জানা যায়, বাজির দোকানে বিস্ফোরণ ও পরে তা থেকে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় ৫ টি দমকল ইঞ্জিন।
ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি পৌরবাজারে বাজির দোকানটি অবস্থিত। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। প্রত্যেকেই প্রথমে ভাবেন কোথাও বোমাবাজি হচ্ছে। পরে যদিও জানা যায় দোকানের সামনে বেআইনি কার্বাইড বিস্ফোরণ হয়। তা থেকে আগুন লেগে যায়। পাশের আট-দশটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের আনার কাজ শুরু হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে ১ জনের। গুরুতর অবস্থায় ৩ জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েকঘন্টা পর জানা গিয়েছে, হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ১ জনের। অর্থাৎ বিস্ফোরণে মৃত বেড়ে ২। সূত্রের খবর, আগুন নিয়ন্ত্রণে নেমে অসুস্থ হয়ে পড়েছেন এক দমকলকর্মীও।
ঘটনাস্থল পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। আগুন নেভানোর পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলেই জানান তিনি।