“বাবা বেবি ও” রেটিং – ৭.৫/১০
অভিনয়ে – যিশু সেনগুপ্ত, শোলাঙ্কি রায়, গৌরব চ্যাটার্জি, বিদিপ্তা চক্রবর্তী, মৈনাক, রজত গাঙ্গুলি, রেশমি সেন।
উইন্ডোজ মানেই একেবারে ভিন্ন স্বাদের ছবি আর এবারও তার কোনো রকমের অন্যথা হয়নি। অরিএ মুখোপাধ্যায় পরিচালিত ‘বাবা বেবি ও’ গল্পের নায়ক মেঘ সেরোগেসির মাধ্যমে বাবা হয়। বাবা হাওয়া অত সহজ নয় তা গানের মাধ্যমে পরতে পরতে অনুভব করেছেন দর্শক। আর এখানেই আসে গল্পের টুইট। এই গল্পের নায়িকা বৃষ্টি এক খেলনার দোকানের মালিক। মেঘ বৃষ্টির প্রথম আলাপ চারিতাতেই তৈরি হয় ভালো লাগা। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে একটা মিষ্টি প্রেম কাহিনীতে বদলে যায় তাদের সম্পর্ক। মেঘ বৃষ্টির মাঝে তৃতীয় ব্যক্তি অভির উপস্থিতি একবারের জন্যও দর্শককে হতাশ করেনি বরং আরও বেশি মনোযোগী করে তুলেছিল। সেরোগেসির মত এত গম্ভীর বিষয়কে পরিচালক অরিএ মুখোপাধ্যায় একের পর এক গল্প দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছেন যে দর্শকের কখনও একঘেয়ে বা ঘ্যান ঘ্যানে বলে মনে হয়নি।
চল্লিশ বছরের মেঘ -এর চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। তার অভিনয় নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই। বলিউডে কাজ করে তিনি নিজের অভিনয় দক্ষতাকে যে বেশ ভালো করেই শান দিয়েছেন তা মেঘ চরিএই স্পষ্ট। একগাল কাঁচা পাকা দাঁড়ি মাথার চুলেও ধরেছে পাক কপালে ধরা দিয়েছে বলিরেখা চরিত্রের সাথে সাথে চেহারাতেও এনেছেন বদল। তার বিপরীতে ছোটো পর্দায় খ্যাতনামা অভিনেত্রী শোলাঙ্কি ওরফে বৃষ্টি একেবারে দক্ষতার সাথে অভিনয় করেছেন। বড় পর্দায় সে যে নতুন তা ঘূর্ণাক্ষরেও টের পায়নি দর্শক। যিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রেশমি সেন এবং বাবা হয়েছেন রজত গাঙ্গুলী। শোলাঙ্কির মায়ের ভূমিকায় বিদিপ্তা চক্রবর্তী অভিনয় করেছেন। বৃষ্টির সাথে এক সুতোয় বাধা পড়তে যিনি ব্যার্থ রয়ে গেলেন সেই তৃতীয় ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী।
গান যে সিনেমাকে একটা আলাদা মাএা এনে দেয় তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশী গায়ক চমক হাসানের কন্ঠে ‘এই মায়াবী চাঁদের রাতে’ গানটি দর্শকের একেবারে মন ছুঁয়ে গিয়েছে এবং ছবির বাকি গানগুলোও ভীষণ ভালো।মেঘ বৃষ্টির প্রতি খেয়াল রাখা, সুখ দুঃখের ছোটো ছোটো মুহুর্তগুলো দর্শককে দুঘন্টা সিনেমা হলে বসে থাকতে বাধ্য করবে। দর্শককে কখনই জোর করে হাসতে হবে না কারণ ডাইলগ এবং তাদের ক্রিয়াকলাপ সেইভাবেই উপস্থাপনা করা হয়েছে। প্রথমে সরোগেসির দিকে আলোকপাত করলেও ছবির গতীতে এটি একটি মিষ্টি প্রেমের গল্পের দিকে মোড় নেয়।