রাজ্যের শিক্ষা ব্যবস্থা তে নাকি যুক্ত হতে চায় খোদ ইউনেস্কো নবান্ন সূত্রে এমনটাই খবর সোনা যাচ্ছে। রাজ্যের সাথে যুক্ত হয়েছে ইউনেস্কো স্কুলশিক্ষা উন্নতির জন্য চলতি সপ্তাহতেই ইউনেস্কোর সাথে মিটিং এ বসতে চলেছে রাজ্য। ইউনেস্কো ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং” এই সংস্থার আধিকারিক রা মুখ্যমন্ত্রী কে চিঠি লিখেছেন মূলত এই সংস্থা বিভিন্ন দেশে শিক্ষার প্রসারে কাজ করে থাকে।
বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী প্রকল্প শুধু তাই না রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ও প্রশংসা করেছে দেশ বিদেশের অনেক সংস্থা। সদ্য পশ্চিমবঙ্গের দূর্গাপূজা কে স্বীকৃতি জানিয়েছে ইউনেস্কো এবং সম্মান জানিয়েছেন পদযাত্রাকে ইউনেস্কোর দুই প্রতিনিধি কে এই অনুষ্ঠান এ নাকি আমন্ত্রণ ও জানানো হয়েছিলো। দূর্গাপূজার পর এবার রাজ্যের শিক্ষা ব্যাবস্থার সঙ্গে ইউনেস্কোর যুক্ত হওয়া কে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্কুল শিক্ষার পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল দেওয়া এবং উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া সহ আরো অনেক প্রকল্পগুলি কে বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে।
বিশেষত রাজ্যে এখন স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে বহু দুর্নীতির খবর সামনে আসছে এমন পরিস্থিতিতে ইউনেস্কোর রাজ্যের শিক্ষায় যুক্ত হওয়া কে বেশ ভালো নজর এ দেখছে শিক্ষা মহল। হাইকোর্টএর নির্দেশে বহু চাকরিও বাতিল হয়েছে। এই পরিস্থিতি তে রাজ্যের শিক্ষা ব্যাবস্থার কাছে এটি একটি সুখবর যে ইউনেস্কোর মতো একটি সংস্থা রাজ্যের শিক্ষায় যুক্ত হতে চেয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছে।