গত মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ নাগাল্যান্ডের চুমোউকোদিমা জেলার ২৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এক ভয়ানক বিপর্যয়। লাগাতার বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় জ্যাম হয় এবং ঠিক তখনই পাহাড়ের ভারি পাথর তীব্র গতিতে আসার ফলে দুটি গাড়ি মুহূর্তের মধ্যে পিষে যায় যার কারণে মৃত্যু হয় দুই ব্যক্তির এবং তিনজন কে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
শুধু তাই নয় জানা গেছে, যে পাকলা পাহাড়ে এই ধসটি নামে সেখানে প্রায়শই এই ঘটনা এর আগেও অনেক বার ঘটেছে। এছাড়াও গত কয়েকদিন ধরেই নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায় ধ্বস নামার কথা জানা গেছে । এই ঘটনার ভয়ানক মুহূর্ত শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। যেই গাড়ি দুটি পিসে চলে যায় তার ঠিক পিছনে থাকা গাড়ির মধ্যে উপস্থিত একজন ব্যক্তি এই ভিডিও করেন ।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউরিও এই ঘটনাকে ঘিরে শোক প্রকাশ করেন এবং মৃতদের পরিবারদের চার লক্ষ টাকা করে দেয়ার ঘোষণা করেন বলে সূত্রে খব
র।