সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরেই খবর আসছিল যে চিরঞ্জীবী ক্যানসারে আক্রান্ত। নিমেষের মধ্যে খবর ছড়িয়ে পড়ায় শেষমেশ বাধ্য হয়ে টুইট করলেন চিরঞ্জীবী।
কিছুদিন আগেই চিরঞ্জীবীকে একটি ক্যানসার সচেতনতামূলক একটি অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। এই অনুষ্ঠানে এই দক্ষিণী অভিনেতা যে বক্তব্য রেখেছিলেন সেখান থেকেই এই ভুয়ো খবর ছড়ায়। এই অনুষ্ঠানে গিয়ে চিরঞ্জীবী জানান যে তাঁর কোলনে একটি টিউমার বা পলিপ ধরা পড়েছে। এটাকেই অনেকে অনুমান করেন যে তিনি কর্কট রোগের শিকার হয়েছেন । তিনি এই বিষয়ে একটি টুইট করেন এবং তিনি জানান ‘ কিছুদিন আগে আমি ক্যানসারের বিষয়ে সতর্ক হতে বলেছিলাম সবাইকে। একটি ক্যানসার সেন্টারের উদ্বোধনে গিয়ে আমি সেই কথা বলেছিলাম। আমি বলেছিলাম ক্যানসার আটকানো সম্ভব যদি আপনি নিয়মিত চিকিৎসার মধ্যে থাকেন। আমি একই সঙ্গে এও জানাই যে আমার কোলনে নন ক্যানসারাস পলিপ ধরা পড়েছিল যা সার্জারি করে সরিয়ে ফেলা হয়েছে। আমার একটা কথাই সবাই ভুল বুঝল। আমি বলেছিলাম যে আমি যদি আগে টেস্ট না করাতাম তাহলে হয়তো পরে গিয়ে এটা ক্যানসারে পরিণত হতে পারত। আমি তাই সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে বলেছিলাম।’
তিনি একই সঙ্গে অভিযোগ করে জানান বেশ কিছু সংবামাধ্যম তাঁর এই মন্তব্যকে ভুল বুঝেছেন যার জেরেই এটি ছড়িয়ে পরে।ক্যানসারের চিকিৎসা করিয়ে সুস্থ হয়েছেন তারকা’ এমন খবর ছড়াতে থাকে। এতে ভীষণভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন তারকা।
এই টুইটের পর অনেক ভক্তই আশ্বস্ত হন। তবে চিন্তার যে কোনও কারণ নেই, একটি টুইটে তা পরিষ্কার করে দেন অভিনেতা।চিরঞ্জীবী এখন ব্যস্ত রয়েছেন ভোলা শঙ্কর সিনেমার শ্যুট নিয়ে। কিছুদিন কলকাতায় এসেও শ্যুটিং করে গিয়েছেন অভিনেতা।