মোদির নেতৃত্বে ভারত যে কতটা অগ্রগতি করেছে সেটা গোটা বিশ্ব দেখতে পেয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওয় । জাপানের জি-৭ সম্মেলন শেষ করে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে গতকাল রাতে পাপুয়া নিউগিনিতে পৌঁছান মোদি। রবিবার ঠিক রাত ১০ টা নাগাদ মোদির বিমানটি দ্বিপরাষ্ট্রে অবতরণ করে ।
নরেন্দ্র মোদি, ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো–অপারেশনের তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাপুয়া নিউগিনির বিমানবন্দরে পৌঁছান। পৌঁছানোর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এনিয়ে গোটা বিশ্বে তৈরী হয়েছে সমালোচনা । তবে উভয়ই করমর্দন ও আলিঙ্গন করেন । কিন্তু এর আগে কখনো দেখা যায়নি যে একজন প্রধান মন্ত্রী আর একজন প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রনাম করছে । সাধারণত করমর্দন, খুব বেশী হলে আলিঙ্গন করতে দেখা যায় দুই দেশের রাষ্ট্রনায়ককে। তবে এভাবে মোদির পায়ে হাত দিয়ে প্রনাম করে যথাযথ প্রোটকল ভেঙেছে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে । এমনটাই জানা গেছে । তবে এই অসাধারণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন নিউগিনির প্রধানমন্ত্রী নিজে বিমান বন্দরে এসে আমাকে স্বাগত জানিয়েছেন এ জন্য তাকে অশেষ ধন্যবাদ ।
খুবই ভালো অভ্যর্থনা প্রয়েছি , সবটাই চিরকাল মনে রাখব । তিনি এও বলেন যে এদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত করার লক্ষ্যে রয়েছি । মোদিকে সে দেশে ১৯ টি গান সেলুটে অভ্যর্থনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ।
সোমবার অনুষ্ঠিত হবে এফআইপিআইসির তৃতীয় সম্মেলন । সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী জেমস মারাপে ও নিউগিনির গভর্নর জেনারেল বব দাদায়ের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। শোনা গেছে আর একটি কারণেও বিতর্কে জড়িয়েছে প্রধানমন্ত্রী জেমস মারাপে । নিউগিনিতে সূর্যাস্তের পর কোনো প্রধানমন্ত্রী কে স্বাগত জানানো হয় না কিন্তু নরেন্দ্র মোদি রাত ১০ টায় নিউগিনিতে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয় । তাই এই প্রোটকল ভাঙার ও অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী জেমস মারাপের উপর ।