এই স্মার্টফোনের দিনে বন্ধুদের সাথে গঙ্গার ধারে ঘুরতে যাওয়া মানে সবকিছুর থেকে গুরুত্বপূর্ণ রিল ভিডিও বানানো। কিন্তু এই ভিডিও বানানোর পরিণতি যে এতটাও মর্মান্তিক হতে পারে তা কেউ আন্দাজ ও করতে পারেনি। বন্ধুরা ভিডিও তৈরিতে এতটাই ব্যস্ত এবং মর্ত হয়ে যায় যে তাঁদের বন্ধুদের মধ্যেই যে তিনজন জলে তলিয়ে গেলো তা বাকিরা বুঝতেই পারলো না। যার ফলে ওই তিনজনের ই মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনাটি বিহারের পূর্ব চম্পারনের মোতিহারি মুফসিল থানা এলাকার। খবর, রবিবার সন্ধ্যায় সাতজন বন্ধু মিলে সিকরহনা নদীর ধারে ঘুরতে যায়। তাঁদের মধ্যেই তিনজন নদীর জলে নেমেছিল, কিন্তু জলের স্রোত তারা সামলে উঠতে পারে না। তিনজন ই তলিয়ে যায় গঙ্গায়। বাকি বন্ধুরা তখন রিল ভিডিও বানাতে ব্যস্ত তার তিন বন্ধু তলিয়ে যাওয়ার ঘটনা তারা টের অবধি পাইনি। তাঁরা যখন বুঝতে পারে যে কিছু একটা ঘটনা ঘটেছে ততক্ষনে তাঁদের আর কিছুই করার ছিল না।
খবর পেয়েই ঘটনা স্থলে আসে মুফসিল থানার পুলিশ। শুরু হয় তাঁদের খোঁজ করা। অবশেষে পরের দিন সকালে মৎস্যজীবীরা তিন বন্ধুর দেহ জল থেকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর ওই তিনজনের নাম প্রিন্স কুমার (১৮), অকছর কুমার (১৪) এবং মনজিৎ কুমার (১৫)। তাঁরা সবাই জামালা এলাকার বাসিন্দা। এই ঘটনার ভিত্তিতে মুফসিল থানার এসএইচও অনিশ কুমার বলেন,আজকাল অনেকেই এই রিল ভিডিও বানাতে জীবনের ঝুঁকি নিয়ে নেয় আর যার ফলস্বরূপ ঘটে এই ভয়ংকর পরিস্থিতি। বাকি বন্ধুদের মধ্যে একজন বন্ধু বলে, তারা গাড়ি ভাড়া করে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেখান থেকেই তারা এই নদীর ধারে ঘুরতে আসার প্ল্যান করে আর তার ফলের দাদা তাদের তিনজন বন্ধুকে অকালেই হারিয়ে ফেলে।
সূত্রের খবর,তিনটি দেহই ময়নাতদন্তের পর তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার ভিত্তিতে একটি মামলাও রুজু করেছেন পুলিশ।