অবশেষে সামনে এলো জাওয়ানের ট্রেলার। দীর্ঘ প্রতীক্ষার পর পাঠানের উচ্চ সাফল্যের সঙ্গে এবারও সেই একই আন্দাজ নিয়ে ফিরে এলেন বাদশা। পরবর্তী সিনেমাতেও কিং খানকে দেখা যাবে সেই একশন মেজাজে।
রহস্য, একশন, থ্রিলার ও উন্মাদনের ভরা এই সিনেমা এখনই সিনেমা প্রেমীদের মন কেড়ে নিয়েছে। দুদিনের মধ্যে বাদশার ফেসবুক পেজে ট্রেলারের ভিউজ হয়েছে ৮ মিলিয়ন। দু মিনিট ১৫ সেকেন্ডের এই ট্রেলার প্রথমেই শুরু হয় বন্ধুকের সুর নিয়ে। পাঠানের উপর এবারও এই সিনেমাটিতে বাদশার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। এছাড়াও এই ট্রলারে নজর কেড়েছে নয়ন তারা, বিজয় সেতুপতি, ও দীপিকা পাড়ুকোন এর মত স্টার কাস্টেরা।
এই ছবি পরিচালনা করছেন শাহরুখ পত্নী গৌরী খান ট্রেলারি উল্লেখ করা আছে সিনেমা মুক্তি পেতে চলেছে সাথে সেপ্টেম্বর।
ট্রেলারের সবথেকে উল্লেখ যোগ্য ব্যাপার ছিল শেষের দিকে যেখানে বাদশার এক নতুন রূপ চমকে দিচ্ছে দর্শকদের।
এখন সবাই অপেক্ষা করছে এই সাউথ কাস্টে ভরা জাওয়ান কেমন হতে চলেছে এবং আর কি কি অপেক্ষা করছে সিনেমা প্রেমীদের জন্য।