যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর ঘটনার পরেই সরকারি মেয়েদের স্কুলগুলিতে এবং ছাত্রী-আবাসে শিক্ষকেরা ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছেন। কলকাতা জেলা শিক্ষা দফতর সূত্রে জানা যায়,প্রথম পর্যায়ে ১০টি স্কুলে এই কাজ হবে। এর মধ্যে ছ’টি স্কুলে ইতিমধ্যেই ক্যামেরা বসানো হয়ে গিয়েছে। কেন এত কম স্কুলে সিসি ক্যামেরা বসানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর ঘটনার পরেই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই স্কুলগুলিতে সিসি ক্যামেরা বসানো শুরু হলেও, যাদবপুরে এখনো সিসি ক্যামেরা বসানো শুরু হয়নি। শিক্ষা দফতর সূত্রের খবর, ইতিমধ্যেই গার্ডেনরিচের মৌলানা আজাদ মেমোরিয়াল গার্লস, বড়িশা গার্লস, বিনোদিনী গার্লস,খন্না গার্লস হাই স্কুল, জাজ আবদুল বারি গার্লস হাইস্কুল এবং দমদম রোড গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুল ফর গার্লসে সিসি ক্যামেরা লাগানোর কাজ সম্পূর্ণ। তবে ছেলেদের স্কুল এবং হস্টেলগুলিতেও ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন শিক্ষকেরা।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,‘‘মেয়েদের স্কুলের পরে ছেলেদের স্কুলগুলিতেও ক্যামেরা বসানো হবে। সিসি ক্যামেরা বসবে হস্টেলেও।’’