ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের আবহে চলতি সপ্তাহে আসতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। ২৪ শে ফেব্রুয়ারি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম রাশিয়ার কোন মন্ত্রী ভারতে আসতে চলেছেন। যদিও এখনও পর্যন্ত এই সফরের দিনক্ষণ ঠিক হয়নি।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে গোটা বিশ্বে যে ভূ রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যে আবার রাশিয়া বিদেশমন্ত্রী দিল্লি সফর পশ্চিমের দেশগুলো কিভাবে নেবে, সেই দিকেই নজর রেখেছে কূটনীতি মহল। ইউক্রেন রাশিয়ার হামলার জেরে প্রধানত দুটি শিবির গড়ে উঠেছে, যদিও ভারত দুটি শিবির থেকে সমগ্র দূরত্ব নীতি বা জোট নিরপেক্ষ অবস্থান নিয়েছে। আগেই বিদেশমন্ত্রী জানিয়েছেন যে, দুই দেশের সঙ্গেই ভারতের স্বার্থ জড়িয়ে রয়েছে। এ সপ্তাহেই ভারতে আসবে চিনা বিদেশমন্ত্রী ওয়াংই। আর তার ঠিক পরে আসবেন বর্তমান বেইজিংয়ের বন্ধু রাষ্ট্র রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ।