গত মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর বেহালা কলেজে ফুড অ্যান্ড নিউট্রিশান এবং সাংবাদিকতা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হল একটি সেমিনার। সেমিনারটির মূল বিষয় ছিল জনসমাজের উন্নয়নে স্বাস্থ্য জ্ঞাপনের ভূমিকা ।
এই সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রূপসা ঘোষাল (সাংবাদিক, এইসময়), সুরিয়াতপা দাস (সহকারী অধ্যাপক , মহারানী কাশীশ্বরী কলেজ, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশান) । এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রধান অধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ।
এই সেমিনারটি আয়োজন করার মূল কারণ ছিল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য জ্ঞাপন কিভাবে উন্নয়নে সাহায্য করে সেই বিষয়টি সম্পর্কে অবগত করা । এখানে অধ্যাপক সুরিয়াতপা দাস, টেলিকমিউনিকেশন ও সমাজকল্যাণ স্বাস্থ্য পরিষেবা বিষয়টি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করেন।সাংবাদিক রূপসা ঘোষাল, স্বাস্থ্য ও মিডিয়া সম্পর্কে বলেন এবং কিভাবে মিডিয়া প্রভাব ফেলে তার ভালো এবং খারাপ দুটি দিকই তুলে ধরেন ছাত্রছাত্রীদের সামনে।
পরিশেষে দুটি বিভাগ থেকেই এই বিষয় সম্পর্কিত ছাত্রছাত্রীদের তৈরি উপস্থাপনা অ্যাডলুসেন্ট প্রেগনেন্সি, হেল্থ কমিউনিকেশন অ্যান্ড ফেক নিউজ, সোশ্যাল মিডিয়া অ্যান্ড হেল্থ কমিউনিকেশন, সিভিয়ার নিউট্রিশনাল ডিসঅর্ডার দেখানোর মাধ্যমে শেষ হয় সেই বিশেষ সেমিনার ।