বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নিযুক্ত গ্রুপ সি ও গ্রুপ ডি থেকে আগেই 923 জনের চাকরি বাতিল হয়েছে। তবে বুধবার শুধু চাকরি বাতিল নয় অন্য দিকে গ্রুপ সি ও গ্রুপ ডি তে নতুন করে কর্মী নিয়োগের জন্য প্রতীক্ষায় তালিকাভুক্তদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি |
অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে 28 শে সেপ্টেম্বরের মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি তে কর্মী নিয়োগের রিপোর্ট দিতে হবে | চাকরির জন্য মোট শুন্য পদ দাড়ায় 923 টি তার কারণ বিচারপতির নির্দেশে গ্রুপ সি থেকে 350 জন ও গ্রুপ ডি থেকে 573 জনের চাকরি বাতিল হয় | পরবর্তী সময়ে তারা ডিভিশন বেঞ্চে আপিল করলেও চাকরি ফেরত পাননি।
যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নবম ও দশম শ্রেণির জন্য কতজন শিক্ষকের নিয়ম বহির্ভুত নিয়োগ হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন, তা ছাড়াও নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের বিষয়টির রিপোর্ট 28 তারিখের মধ্যে যে পেশ করতে হবে তাও স্পষ্ট জানান বিচারপতি।