অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান ।এই অবস্থার সামাল দিতে এক নতুন উদ্যোগ নিল পাক সরকার শাহবাজ শরীফ। পাকিস্তানে পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন দেশের বিদ্যুতের খরচ কমাতে এই পরিকল্পনা। রাত্রি আটটার মধ্যেই দেশের সমস্ত বাজার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রীর সাথে প্রাদেশিক মন্ত্রীরা এই নিয়ে বৈঠকে বসেন ও তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম জারি করা হয়েছে।
মাসিক ভিত্তিতে পাকিস্তানের ঋণের বোঝা বেড়ে হয়েছে ২.৬% এবং পাক মিডিয়াগুলির অনুযায়ী এপ্রিল মাসের শেষে দেশীয় ঋণ ৩৫.৫ লক্ষ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। যা মোট ঋণ এর প্রায় ৬২.৩ শতাংশ।
পাক পাক পরিকল্পনা মন্ত্রী অনুযায়ী, প্রায় ১০০ কোটি ডলার এখনো পর্যন্ত বাঁচানো গেছে এছাড়াও সৌর বিদ্যুৎ ও জল বিদ্যুৎ ইত্যাদি পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আগের তুলনায় সরকারি অফিসগুলোতে তুলনামূলকভাবে ৪০% কম বিদ্যুৎ ব্যবহারের কথা জারি করা হয়েছে । সরকারি আধিকারিকদের জন্য এসি গাড়ি কেনা বন্ধ করা থেকে শুরু করে রাত দশটার মধ্যে বিয়ে বাড়ি অনুষ্ঠান বন্ধ করা প্রভৃতি নিয়ে একাধিক বার অনেক নির্দেশ ই দেওয়া হয়েছে।
এর আগেও বিদ্যুৎ খরচ কমাতে অনেক উদ্যোগী নেয়া হয়েছে কিন্তু এতকিছু করেও এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে সংকটে পাকিস্তান।