শনিবার বাকিংহাম প্যালেস থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে `ক্রাউন জুয়েলসের’ সবচেয়ে গুরুত্বপূর্ণ মুকুট, `স্যার এডওয়ার্ডস ক্রাউন’- এর কিছু পরিবর্তন আনতে সেটি লন্ডনের প্রদর্শনী থেকে সরানো হবে। এই বছর ৮ই সেপ্টেম্বর, ৯৬ বছর বয়সে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ-এর মৃত্যুর পর কোনো অনুষ্ঠান ছাড়াই সিংহাসনে বসেছিলেন তৃতীয় চার্লস। তবে রাজা হিসেবে চার্লসের রাজ্যাভিষেক এখনও হয়নি। আর তার কারণেই ঐতিহাসিক মুকুট সাজতে চলেছে নতুন সাজে।
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৬ই মে ৭৪ বছর বয়সি প্রিন্স তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হতে চলেছে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে। জানা গিয়েছে, ১৬৬১ সালে এডওয়ার্ড দ্য কনফেসরের জন্য প্রথম তৈরি হয় এই মুকুটটি। তাঁর পরে ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ এবং ১৯৫৩ সালে রানি এলিজাবেথ- এর রাজ্যাভিষেক হয় এই মুকুট দিয়েই। রানি দ্বিতীয় এলিজাবেথ- এর মুকুট পরার প্রায় ৭০ বছর পর তাঁর পুত্র তৃতীয় চার্লসের মাথায় উঠবে সেই ঐতিহাসিক মুকুট। এর মাধ্যমেই সূচনা হবে নতুন রাজত্বের। বেগুনি টুপির উপর চুনি, পান্না, পোখরাজ-সহ আরও অন্যান্য বহুমূল্য পাথর দিয়ে সজ্জিত এই মুকুটটি প্রায় এক ফুট উঁচু আর ওজন প্রায় আড়াই কেজি। তবে প্রথম মুকুটটির তুলনায় নতুনভাবে সজ্জিত মুকুটটির ওজন সামান্য কম হবে বলে জানা গিয়েছে।
নতুন এই ব্রিটিশ রাজা একসাথে ১৪ টি কমনওয়েলথ দেশের রাজার খ্যাতির সাথে সাথে তিনি হয়ে উঠবেন ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাজা।