বর্তমান পরিস্থিতিতে সকল জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জর্জরিত সাধারণ মানুষ। মঙ্গলবার মধ্যরাতে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম বেড়ে হল ১১২৯ টাকা। এক ধাপে প্রায় ৫০ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। গত বছরের জুলাই মাসে শেষ রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছিলো। শাখ – সবজি, ডিজেল, পেট্রোল এর দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ তথা নিম্নবৃত্ত মানুষের এই সমাজে লড়াই করা খুব দুষ্কর হয়ে উঠেছে। হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও মার্চ থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি এমনিতেই উদ্বেগে রেখেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলিকে। অন্য দিকে ওষুধের দামও বেড়ে হয়েছে আকাশ ছোঁয়া। এই অবস্থায় রান্নার গ্যাসের এই দামের জেরে সাধারণ মানুষের সংসার খরচ অনেকের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। বিশেষত কোভিডকালে যেহেতু আয় কমেছে অনেকের। তার উপর অপরিহার্য এই জ্বালানি যখন এত চড়া, তখন সিলিন্ডারে সরকারি ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না, কোথাও তা নামমাত্র। অন্য দিকে তেলের দাম বহুদিন ধরে ক্রমাগত বেড়েই চলেছে। সব দিক দিয়ে এখন মানুষ খুব সমস্যায় পড়েছে। এখন মানুষের টিকে থাকার লড়াই শুরু হয়ে গেছে। এই আধুনিক যুগে প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি বর্তমানে প্রতিটি মানুষের ত্রাস হয়ে দাঁড়িয়েছে।