রাশিয়ার ধন্যবাদ ভারতকে, জি ২০ সামিটে ভারতের অবস্থান রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে যথাযথ বলে মনে করেছে রাশিয়া। অন্যদিকে গত শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বৈঠকে পশ্চিমী দেশগুলোর ওপর ক্ষুব্ধ হয়েছিল রাশিয়া।
একটি সরকারি বিবৃতিতে সে দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাশিতভাবে সমস্ত দেশের অবস্থান এবং রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে যথেষ্ট ভাল ভাবে সভাপতিত্ব করছে ভারত। পাশাপাশি ব্রিকস-ভুক্ত রাষ্ট্রগুলি ব্রাজিল, রাশিয়া, চিন, ভারত, দক্ষিণ আফ্রিকার নাম এক বিবৃতিতে নিয়ে বার্তাও দিয়েছে রাশিয়া। এটাও বলেছে ভারতের সভাপতিত্বের গঠনমূলক দিকটিও তারা নজর করেছে। উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক অর্থব্যবস্থার ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখতে চেয়েছে ভারত।
জাতিসংঘে ভারতের অবস্থানকে ব্যাখ্যা করতে গিয়ে এতে আরও বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভারতের ভোটদানে বিরত থাকার ঘটনায় তারা সবপক্ষের কাছে পৌঁছাতে পারে এমন মধ্যম অবস্থানে আছে।