৫ বছরের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন শি জিনপিং। এই নিয়ে তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন তিনি। সামনের সপ্তাহেই রাশিয়া যাবেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রসঙ্গত, এ বছর জি২০ সম্মেলন বসছে ভারতে। শোনা যাচ্ছে, জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন পুতিন। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি-২০ সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছিলেন তিনি, আর তারপরই ভারতে আসার এই সিদ্ধান্ত। গত বছর ২৪ ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তার ঠিক আগেই ‘সীমাহীন বন্ধুত্বের’ চুক্তি করেছিল রাশিয়া ও চিন। যুদ্ধের এক বছর পূর্তিতে ইউক্রেনকে শান্তি আলোচনার বার্তা পাঠিয়েছে চিন। শোনা যাচ্ছে, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
আমেরিকা ও পশ্চিমকে কড়া কূটনৈতিক বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন শি৷ অপরদিকে রাশিয়ার দাবি, তাদের একঘর করে রাখা হচ্ছে, রাশিয়ার কথা কেউ শুনছে না।