প্রায় এক বছর অতিক্রান্ত হলেও এখনও নিষ্পত্তি হয়নি রাশিয়া – ইউক্রেন যুদ্ধের । শুধুমাত্র গোলা – বারুদে আক্রমণ সীমাবদ্ধ না থেকে হাতিয়ার হয়ে উঠেছে জল । রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের একটি বাঁধ উড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে আসতেই সরগরম বিশ্ব রাজনীতি । যদিও মস্কো অভিযোগের আঙ্গুল তুলেছে কিয়েভের দিকে ।রাশিয়ার দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের নোভা কাখোভকা শহরের এই বাঁধটি ভেঙে যাওয়ার ফলে শহরটি বন্যার কবলে পড়েছে , শহর প্রধান ভ্লাদিমির লিয়েন্তেভ জানিয়েছেন, ৩০০টি বাড়ির বাসিন্দাদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
১৯৫৬ সালে তৈরি এই বাঁধটি সোভিয়েত আমলের। ৩০ মিটার উঁচু, ৩.২ কিমি লম্বা ও ১৮ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বাঁধটি ভেঙে পড়াতে আশঙ্কা তীব্র হয়েছে। মনে করা হচ্ছে, এই বন্যায় রাশিয়া ও ইউক্রেনের বহু অংশই জলমগ্ন হতে পারে। এই পরিস্থিতিতে কিয়েভ দাবি করেছে রুশ আক্রমণেই বাঁধটি ভেঙেছে । ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করে বলেন , জলমগ্ন করে ক্ষেপণাস্ত্র চালিয়ে জঙ্গিরা ইউক্রেনকে দমন করতে পারবে না । অপরদিকে একই ভাবে রাশিয়ার অভিযোগ, এই বিস্ফোরণের পিছনে রয়েছে জেলেনস্কি প্রশাসন।