উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ০.২৫ শতাংশ হারে রেপো রেট বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংক। ৬ এপ্রিল এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে মিন্ট স্ট্রিট। ২০২৩-২৪ অর্থবর্ষের শুরুতেই আর্থিক নীতি ঘোষণার আগেই বৈঠকে বসবেন রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। ৩,৫ এবং ৬ এপ্রিল তিন দিন ধরে চলবে এই বৈঠক। কোভিড পরবর্তীকালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গত বছরের মে মাস থেকে রেপো রেট বৃদ্ধি করে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাংকের বর্তমান রেপো রেট ৬.৫০%।
বিভিন্ন ব্যাংক আধিকারিক মুখ্য বিশেষজ্ঞদের মতে এই বারও রেপো রেট বৃদ্ধির পথেই এগোবে ভারতীয় রিজার্ভ ব্যাংক । এ বিষয়ে ব্যাঙ্ক অফ বরোদার মুখ্য অর্থনীতিবিদ মদন সাবনভিসের থেকে জানা যায় , গত দুই মাসে খুচরা বাজারে মূল্যস্ফীতি ৬.৫ এবং ৬.৪ শতাংশ বেড়েছে। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ শতাংশ । রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ২ মাসেই খুচরা মুদ্রাস্ফীতি ৬ শতাংশের উপরে চলে গিয়েছে। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আনার জন্যই ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এবারও রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।