দেশে শুরু হতে চলেছে ‘রোজগার মেলা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ অক্টোবর অর্থাৎ আজ(শনিবার), কর্মী নিয়োগের জন্য রোজগার মেলা অভিযানটি শুরু করেন। এই প্রকল্পের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপেই নিয়োগ সংক্রান্ত পদ্ধতি থাকবে , সঙ্গে চাকরির সংশাপত্র তুলে দেওয়ার ব্যবস্থাও। কেন্দ্রের ৩৮ টি মন্ত্রক ও সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পাবেন দেশের যুবক-যুবতীরা। গ্রুপ-A, গ্রুপ-B, গ্রুপ-C ও গ্রুপ-D ইত্যাদি যে কোন স্তরেই নিয়োগ হতে পারে এই যুবক-যুবতীরা।
এছাড়াও সেন্ট্রাল আর্মড ফোর্সেস পার্সোনেল, PA, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, MTS ইত্যাদি পদে নিয়োগ করা হবে এই যুবক-যুবতীদের। অনেকের মতে প্রধানমন্ত্রী দেশের যুবসমাজকে যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই এই রোজগার মেলা আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে, সমস্ত মন্ত্রণালয় এবং বিভাগ শূন্য পদ পূরণের জন্য কাজ করছে। দ্রুত নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং প্রযুক্তি সক্ষম করা হয়েছে।
পিএমও- এর তরফে জানা গিয়েছে, নতুন নিয়োগ হওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত জুন মাসেই কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলিতে কতজন কাজ করছে তা পর্যালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেই পর্যালোচনা অনুযায়ী এই রোজগার মেলা আয়োজিত হয়েছে।