আবারো এক হত্যা শিকার হল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত জামতলার এক যুবক, বৃহস্পতিবার কুলতলির পালের চক এলাকার একটি আম বাগান থেকে মাটি খুঁড়ে উদ্ধার হল যুবকের দেহ। অপহরণ, মুক্তিপণ না পাওয়ায় এই ঘটনা।
ঘটনা সূত্রে খবর , গত ১৭ তারিখে রাতে বাড়ি থেকে বের হয় ওই যুবক। আর বাড়ি ফেরেনি ওই যুবক,তারপর থেকেই তার ফোন বন্ধ। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার জামতলার বাসিন্দা ওই যুবক। ওই যুবকের নাম বিজয়কৃষ্ণ কয়াল বয়স ৩৩। তার বাবা পেশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ১৭ তারিখে রাতে একটি ফোন আসে তার কাছে এবং তার কাছে থেকে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চায়। বাড়ি থেকে বেরনোর পরই বিজয়কৃষ্ণর আর খোজ পাওয়া যায় নি তারপর তার বাবা
কুলতলি থানায় এসে উপস্থিত হয়।পালেরচক এলাকার একটি আমবাগানে মাটি খুঁড়ে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটার পর তদন্ত করে যানতে পারে ওই ব্যক্তির নাম তন্ময় মণ্ডল এবং এই ঘটনার পর তন্ময় মণ্ডলকে গ্রেফতার করেছে কুলতলী থানার পুলিশ। ঘটনার ব্যাপারে অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা হলে জানায় চাঞ্চল্যকর তথ্য। সে জানায় প্রমাণ লোপাটের জন্যই খুন করে দেহ মাটিতে পুঁতে দেয়।
পুলিশের অনুমান মুক্তিপণের জন্যই এই ঘটনা তবে ঘটনার পেছনের আরও কী কারণ আছে, এই ঘটনার সাথে সাথে আরো কাদের হাত রয়েছে পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন পুলিশ। পুলিশ বিজয়কৃষ্ণ কয়ালের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।