IMG-20230913-WA0007

Image: ISRO

লঞ্চের ১০দিন পর ঠিক কেমন আছে আদিত্য?

Post Score: 2.9/5
Topic & Research
3/5
Creativity & Uniqueness
2.8/5
Timeliness & Social Impact
3/5

২রা সেপ্টেম্বর সকাল ১১.৫০ নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে লঞ্চ করা হয় আদিত্য এল-১। গত ১২ই সেপ্টেম্বর আদিত্য এল- ১ সূর্যের উদ্দেশে রওনা দিয়েছে দশদিন হয়ে গেলো। আদিত্য এল- ১ ভারত তথা ইসরোর প্রেরিত প্রথম সোলার স্পেস অবসভেট্রি মিশন। সূর্যের সবচেয়ে কাছের অভসাভেট্রি পয়েন্ট এল- ১ এ আদিত্য অবস্থান করবে এবং সূর্য ও সৌরঝড় সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা ইসরো কে প্রেরণ করবে। লঞ্চ হওয়ার ১০দিন পর ঠিক কেমন আছে আদিত্য? আর কবেই বা আবার আদিত্যর ইঞ্জিন ফায়ার করা হবে?

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী আদিত্য ভালোভাবেই ইসরোর সাথে যোগাযোগ রেখে চলেছে এবং ভালো ভাবেই এগোচ্ছে। আদিত্য এখন পৃথিবীর চতুর্থ কক্ষপথে রয়েছে। এরপর আবার আদিত্যর ইঞ্জিন আগামী ১৫ই সেপ্টেম্বর রাত দুটোর সময়ে ফায়ার করা হবে এবং তাকে কক্ষপথ পাল্টে প্রবেশ করানো হবে পৃথিবীর পঞ্চম কক্ষপথে। এভাবেই ষষ্ট কক্ষপথ পুরোপুরি অতিক্রম করার পর আদিত্যকে শেষ বার লম্বা ফায়ার করে এল-১ অভসাভেট্রি পয়েন্টের উদ্দেশে প্রেরণ করা হবে। এখনও পর্যন্ত এমনি জানানো হয়েছে ইসরোর পক্ষ থেকে তবে পরিস্তিতি ঠিক না থাকলে পৃথিবীর ষষ্ট কক্ষপথের বদলে সপ্তম এমনকি অষ্টম কক্ষপথেও নিয়ে যাওয়া হতে পারে আদিত্যকে। সূর্যের অবসাবেট্রি পয়েন্ট এল-১ এ পৌঁছাতে আদিত্যর সময় লাগবে প্রায় ১২৭ দিনের মতো। এটি ভারতের প্রথম সৌর মিশন হওয়ায় এই মিশন কে সফল করা ভারতের কাছে খুবই গুরুত্ব পূর্ণ। এই মিশনের ফলে ভারত তথা ইসরোর হাতে আসবে সৌর চুম্বকীয় শক্তি ও সৌর ঝড় সম্পর্কিত তথ্য।

চন্দ্রজান ২ সফল হওয়ার ফলে ইতি মধ্যেই ইসরো গগনজান, সুক্রগ্রহ এবং আবারও মঙ্গল গ্রহের বিভিন্ন মিশনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request