IMG_20220927_172502_11zon

লন্ডনে বিলাসবহুল হোটেল থেকে লুট হল ভারতীয় ক্রিকেটারের সর্বস্ব

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল ভারতীয় মহিলা দল। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা মোটেই ভালো হল না ভারতীয় দলের।তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য হরমনপ্রীত কৌররা উঠেছিলেন লন্ডন-এর বিলাসবহুল হোটেল ম্যারিয়ট হোটেল মাইডা ভেলে। আর এই হোটেলের ঘর থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার তানিয়া ভাটিয়ার ব্যাগ চুরি হয়। ব্যাগের মধ্যে ছিল টাকাপয়সা, কার্ড, গয়নাগাটি , একাধিক ঘড়ি সহ মূল্যবান কিছু তথ্য। এহেন ভয়ংকর অভিজ্ঞতার কথা সোমবার বিকালে ট্যুইট করে জানিয়েছেন ভারতীয় দলের সদস্য তানিয়া। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তানিয়া। তার মতে সঠিক নিরাপত্তা ব্যবস্থার অভাবেই ঘটেছে এই ঘটনা।

এদিন ইসিবি-কে ট্যাগ করে তানিয়া ট্যুইটারে লিখেছেন, ‘ম্যারিয়ট হোটেল লন্ডন মাইডা ভেল ম্যানেজমেন্টের আচরণে তিনি স্তম্ভিত। ইসিবি ক্রিকেটের পছন্দের হোটেলে এরকম নিরাপত্তাহীনতা চমকে দেওয়ার মতো। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে এই হোটেলেই ছিলেন তিনি। কেউ আমার নিজস্ব রুমে ঢুকে আমার ব্যাগ চুরি করেছে।একেবারেই নিরাপদ নয় এই হোটেল। আশা করি তারা এই বিষয়ে অবগত হবেন এবং খুব তাড়াতাড়ি ইসিবি তরফে এই বিষয় নিয়ে তদন্ত করা হবে এবং সমাধান হবে। ‘ ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তানিয়াকে ট্যুইট করে জানিয়েছে যে, বিস্তারিত তথ্য তাদের ইমেইল এর মাধ্যমে পাঠাতে। তারা যথাযথ ব্যবস্থা নেবে। তানিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।6 আগস্ট ইংল্যান্ড ডেভেলপমেন্ট স্কোয়াড মহিলাদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খেলার পর একটিও ম্যাচ খেলতে পারেনি কারণ রিচা ঘোষ এবং ইয়াস্তিকা ভাটিয়া যথাক্রমে T20I এবং ODI তে ভারতের পছন্দের উইকেটকিপিং বিকল্প ছিল। তানিয়া এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং কুড়ি ওভারের ক্রিকেটে ৫৩বার মাঠে নেমেছেন নীল জার্সিতে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request