লোকাল ট্রেনে এবার যাত্রীদের সঙ্গী ঘোড়া। শুনতে অবাক লাগলেও এই ঘটনা সত্যি। প্রতিদিনের মতোই রাতে ডায়মন্ড হারবারের ট্রেনে ভিড় , আর সেই ভিড়ের মধ্যেই অন্যান্য যাত্রীদের সঙ্গেই গায়ে গা ঘেঁষে ট্রেন সফর করছে ঘোড়া। রাতে এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী রইল ডায়মন্ড হারবারের লোকাল ট্রেনের যাত্রীরা। যাত্রীদের মধ্যে আবার কেউ কেউ ঘোড়ার ট্রেন সফরের ছবি-নেট মাধ্যমে শেয়ার করেছেন এবং তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে,সন্ধ্যায় ৬.৪৫ মিনিটের শিয়ালদহ ডায়মন্ড হারবার ডাউন লোকালে ভেন্ডার কামরার যাত্রীরা হতবাক হয়ে যান,ট্রেনের কামরায় ঘোড়া ওঠা দেখে । দক্ষিণ দুর্গাপুর থেকে ঘোড়া নিয়ে ওঠেন সওয়ারি। দেখেই আপত্তি তোলেন অন্যান্য যাত্রীরা। কিন্তু সওয়ারি কোনও কথাই শুনতে রাজি ছিলেন না।
গ্রীষ্মকালে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় চাষজমি ফাঁকা হয়ে গেলে সেখানে ঘোড়দৌড়ের আয়োজন করেন গ্রামবাসীরা। বছরের পর বছর ধরে সামাজিক উৎসবের মতই চলে আসছে এই অনুষ্ঠান। বুধবার বারুইপুর এলাকায় এই রকমই একটি ঘোড় দৌড় প্রতিযোগিতা ছিল। সেখানেই নিজের ঘোড়া নিয়ে অংশ নিয়েছিলেন সওয়ারি। ওই ট্রেনের বাকি ব্যাক্তিরা ঘোড়া নিয়ে ট্রেনে উঠতে বারণ করলেও তিনি শোনেননি, ফলে ভিড় ট্রেনে যাত্রীদের সঙ্গে ঠাসাঠাসি করে প্রায় ২৩ কিলোমিটার সফর করে ঘোড়াটি যা বিশেষ পছন্দ হয়নি যাত্রীদের। রেলের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে।পরেই গফুর আলি মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে হাজির করানো হয়। তবে তিনি রেলের এই নিয়ম জানতেন না বলেই জানিয়েছেন। গফুর পুলিশকে বলেন, ‘ট্রেনে ঘোড়া নিয়ে ওঠা যায় না, তা আমি একেবারেই জানতাম না। বারুইপুরে ঘোড়দৌড় শেষে বাড়ি ফেরার জন্য রাতে ট্রেনে চাপি। ও কাউকে বিরক্তও করেনি। কারও কোনও অসুবিধাও হয়নি’
এ ব্যাপারে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ট্রেনে এ ভাবে জন্তু জানোয়ার নিয়ে ওঠা যায় না। তাঁর কথায়, ওই ব্যক্তির বিরুদ্ধে রেল আইনের ১৪৫, ১৪৭ এবং ১৫১ ধারায় মামলা রুজু হয়েছে। তারই ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।