শব্দদূষণের মাত্রা এবার পৌঁছালো সরকারের কান অবধি, শব্দদূষণ রোধে সচেতনতার পাঠে এবার সরকারি পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে।
বিভিন্ন এলাকায় শব্দের মাত্রা পরিমাপের জন্য বিলি করা হচ্ছে সাউন্ড লিমিটর। শব্দদূষণ সংক্রান্ত মামলায় সোমবার বক্তব্য রেখেছেন জাতীয় পরিবেশ আদালত, শব্দদূষণের সমস্যা নিয়ে চিন্তার উদ্রেগ প্রকাশ করেছে। শব্দদূষণের ফলে ঘুম, শোনার ক্ষমতা, কথা বলা, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব তো পড়ছেই এমনকি, প্রতিনিয়ত বিকট শব্দের জেরে মানুষ উন্মাদ পর্যন্ত হতে পারে। এবং এই সমস্যা নিরসনের জন্যই তৈরি হয়েছে পরিবেশ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য ২০২০ সালে এই মামলার নিষ্পত্তি হয়ে যায় কিন্তু তার পর ও ২০২১ সালে পুনরায় মামলা দায়ের করা হয়েছে।
এই মামলার আবেদনকারী সুভাষ দত্ত বক্তব্য, আদালতের নির্দেশের পরেও শব্দবিধি লঙ্ঘন হচ্ছে বারংবার। ফলে, নিয়ম লঙ্ঘনের বিষয়ে আরও গুরুত্ব আরোপ করা দরকার। তবে এ ব্যাপারে টাস্ক ফোর্স গঠন করে শুধু খাতায়কলমে নয়, রাস্তায় নেমে শব্দদূষণ প্রতিরোধ করা প্রয়োজন।