শীত আসতেই শহরের দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে, গত দুই বছর অতি মহামারীর কারণে দূষণের মাত্রা অনেকটাই কম ছিল। কিন্তু মহামারী কাটার পরেই দূষণের পরিমাণের মাত্রা বাড়তে থাকে । ফলে পরিবেশ দূষিত হয়, বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা দেখা যায়।
এই শীতের আনন্দ উপভোগ করতে লোকজনের ভিড় দেখা যায়। কলকাতায় ডিসেম্বরের শুরুতে অনেকটাই তাপমাত্রার পারদ নেমেছে। দীপাবলিতে যে পরিমাণ দূষণ ছিল তা শীতের শুরুতেই অনেকটাই বেড়ে গিয়েছে, রবিবারে ভিক্টোরিয়া অঞ্চলে দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।
চিকিৎসক অরূপ হালদার বলেছেন, এই অবস্থায় বয়স্ক মানুষ এবং শিশুদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বোস ইনস্টিটিউটের অধ্যাপক অভিজিৎ চ্যাটার্জি জানিয়েছেন ইউনিভার্সিটির মতে, ২০২৩ সালে এরোসল দূষণ ৮% অব্দি বৃদ্ধি পাবে।
পশ্চিমবঙ্গে পরিবেশে দূষণের মাত্রার পরিমাণ এতটাই বেশি, যা মানচিত্রে পশ্চিমবঙ্গের রেড জোনে পড়েছে। পরিবেশ দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে, যে আগামী বছর পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে থাকবে। নতুন বছরে পশ্চিমবঙ্গের জন্য মোটেও সুখবর নয়।