উত্তরপ্রদেশ আবার ও তোলপাড় এক আশ্চর্য ঘটনায়। উত্তরপ্রদেশের সীতাপুরে এক এক বিদ্যালয়ের অধ্যক্ষ কে দেশি পিস্তল দিয়ে গুলি করে ১৯ বছরের এক পড়ুয়া। জানা যায়, প্রতিশোধ নেওয়ার জন্যই পড়ুয়ার এই পদক্ষেপ।
কিছুদিন আগে এক সহপাঠী র সাথে বিবাদে জড়ায় ওই পড়ুয়া। ঝগড়া থামাতে ছাত্রটিকে বকাঝকা এবং মারধর করেন অধ্যক্ষ। মূলত এই রাগেই শিক্ষকের উপর গুলি চালায় এই পড়ুয়া।
আক্রান্ত অধ্যক্ষের নাম রাম সিং বর্মা। আদর্শ রাম বিদ্যালয়ের অধ্যক্ষ তিনি। ওই বিদ্যালয়েরই দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল অভিযুক্ত। জানা গিয়েছে, অধ্যক্ষের অফিসে ঢুকেই তাঁকে নিশানা করে পরপর তিনটি গুলি চালায় পড়ুয়া। গুলি করার পর অধ্যক্ষকে প্রাণ নাশের ও হুমকি দেয় সে। ইতিমধ্যেই আক্রান্ত অধ্যক্ষকে আশঙ্কাজনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্ৰেফতার হয়েছে স্কুল পড়ুয়া এবং পুলিশ আরও তদন্ত করছে বলে জানিয়েছেন।