কলকাতায় সরকারী কলেজগুলির মধ্যে অন্যতম বেহালা কলেজকে শিক্ষায় উৎকর্ষতা ও অনন্য অবদানের জন্য “জি ২৪ ঘণ্টা এডুকেশন এক্সসিলেন্স ২০২৩” সন্মানে সন্মানিত করা হয়েছে। সম্প্রতি বেহালা কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে এ++ গ্রেডে মূল্যায়িত হয়েছে যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাপ্ত একমাত্র কলেজ। এছাড়াও ভারতের অন্যতম সেরা ২০টি কলেজের মধ্যেও ১টি। শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত কলেজগুলি অনন্য অবদান রেখে চলেছে তাদেরকে সন্মান জানাতে জি ২৪ ঘণ্টার এই উদ্যোগ। তাদের তালিকায় যে ৫টি সরকারি কলেজ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে বেহালা কলেজ তার মধ্যে অন্যতম।