ঘটনাটি ঘটেছিল ৭ই এপ্রিল খেলার ছলে ছোট্ট হামিম গিলে ফেলে প্লাস্টিক।প্রায় ৪৫ দিন ধরে ছোট্ট হামিমের বুকের বাঁ দিকে আটকে থাকা প্লাস্টিক শেষমেশ উদ্ধার হল সোমবার পিজি হাসপাতালে ইএনটি বিভাগে।
ছোট্ট হামিমের বাড়ির লোকেরা ঘটনাটি জানার পর স্থানীয় ডাক্তারকে দেখান এবং সেই হাতুড়ে ডাক্তার জানান”ও কিছু না।সেরে যাবে!”তবে সারার কোন লক্ষণই দেখা যাচ্ছিল না বরং তুমুল কাশি শুরু হয়েছিল।পরে পাড়ার ডাক্তারের কাছে গেলে তিনি মালদহ মেডিকেল কলেজে দেখানোর জন্য রেফার করেন। হামিমকে মালদহ কলেজে দেখানোর পর ডাক্তাররা ভালো করে পর্যবেক্ষণ করার পর জানান বুকের বাঁদিকে সাদা দাগের মতো একটি অংশে জল জমেছে, এবং সেই জমা জল বার করতে পাইপের ব্যবহার করা হলো কিন্তু তবুও জল বের হলো না।তাই সেখান থেকে আবার এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালের সিটিভিএস বিভাগে রেফার করা হয়।সিটিভিএস এ বায়োপসি করার পর বোঝা গেল যে একটি বস্তু আটকে গেছে সেটি বার করার জন্য পিজির ই এনটি বিভাগে পাঠানো হয়।ই এনটি বিভাগের চিকিৎসক ডাক্তার সৌগত রায় বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়ার পরামর্শ দেন।সোমবার সকালে বাঁদিকের ফুসফুসের পাশে থাকা এক সেন্টিমিটারের প্লাস্টিকের টুকরো বের করা হয়।