বিনোদন জগতের উপর নেমে আসছে যেন একের পর এক ভয়ানক বিপজ্জয়। দুঃখের সংবাদ পিছুই ছাড়ছেনা বিনোদন জগতের।
শুটিং ফ্লোরে অভিনেতা নীতেশ পাণ্ডের হঠাৎ মৃত্যুর পরেই এক হোটেলে আরও একজনের মৃত্যুর সংবাদ। উওরপ্রদেশের সোনভদ্রের হোটেল রুমের দরজা ভেঙে ভোজপুরি পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ।
পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যশবীর সিংহ জানান, পরিচালকটি ছিলেন একজন মুম্বইয়ের বাসিন্দা। কোনো একটি ছবির শুটিংয়ের কারণে সোনভদ্রে এসে ছিলেন। পরিচালক একা ছিলেন না তার সঙ্গে ছিল তাঁর পুরো টিম। সবাই মিলে তিরুপতির হটেলে ছিলেন।
বুধবার হঠাং পরিচালকের মৃত্যু, দেহে কোনো রকমের আঘাতের চিহ্ন পওয়া যায়নি। মৃত্যু টা কিভাবে হয়েছে সে নিয়ে সকলের মধ্যে অনেক জলপনার সৃষ্টি হচ্ছে।এখনই কোনো তদন্ত হবে না ময়না তদন্তের পর পুলিশ তাঁর নিজের কাজ শুরু করবে বলে জানিয়েছে। তাই এখন পরিচালকের মৃত্যু সবার কাছে অস্পষ্ট।
কিছু দিন আগেই আদিত্য সিং রাজপুত কে হারিয়ে ফেলেছিল সকলেই তারপরেই আবার বুধবার সকালে গাড়ি দুর্ঘটনায় নিজের প্রাণ হারিয়েছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী বৈভবী উপাধ্যায়৷ তার কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা জান জনপ্রিয় অভিনেতা নীতিশ পান্ডে৷ এবার আবার পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির মৃত্যুর খবর। শোক কাটিয়ে ওঠার সময় পাচ্ছে না বিনোদন জগত।
একের পর এক মানুষ হারিয়ে যাচ্ছে বিনোদন জগৎ থেকে