শুটিং চলাকালীন দুর্ঘটনার মুখে পড়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী কেট উইন্সলেট। এক বাস্তবধর্মী ও ঐতিহাসিক ছবি ‘লি’-র শ্যুটিং চলাকালীন ঘটে দুর্ঘটনা, ছবিতে মুখ্য চরিত্র লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। ক্রোয়েশিয়ায় ছবির শ্যুটিংয়ের সময় এই দুর্ঘটনা।
কেটের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, “শুটিং এর সময় পা পিছলে পড়ে যান কেট। তড়িঘড়ি তাঁকে প্রোডাকশন থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর নয় , কেট এখন ভাল আছেন। এ সপ্তাহেই ছবির কাজে ফিরতে পারবেন তিনি।
একসময় লি মিলার ছিলেন ‘ভোগ’ পত্রিকার মডেল । পরবর্তিকলে তিনি চিত্র সাংবাদিকের চাকরিতে যোগকরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তুলেছিলেন লি। ‘ লি ‘ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর। যদিও আজও দর্শকের কাছে কেট উইন্সলেট হলেন ‘টাইটানিক’ ছবির সেই রোজ়, যাঁর রূপের জৌলুস আজও আচ্ছন্ন রয়েছে তার অনুগামীরা।