অত্যন্ত প্রত্যাশিত ছবি বিক্রম ভেধা-র শুটিংয়ের সমাপ্তি ঘটল। অ্যাকশন থ্রিলার এ ভরপুর এই ছবিটির সাথে যুক্ত সকলেই খুবই আনন্দিত। কারণ ছবিটির শুট চলাকালীন অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু শেষমেশ তারা সফল।
আসন্ন ছবি বিক্রম ভেধা, ২০১৭ সাল এ প্রকাশিত তামিল ছবির নতুন সংস্করণ। ২০১৭ এ প্রকাশিত বিক্রম ভেধা তে অভিনয় করেছিলেন মাধবন এবং বিজয় সেতুপাতি। ভেধার চরিত্রে দেখা গিয়েছিলো বিজয় সেতুপাতি এবং বিক্রম এর চরিত্রে মাধবন কে।পরিচালক এবং লেখক ছিলেন পুষ্কার -গায়েথরী এবং প্রযোজক ছিলেন শাসিকণ্ঠ। এই ছবির নতুন সংস্করণ এর পরিচালক ও হলেন পুষ্কর গায়েথরী।আসন্ন ছবি বিক্রম ভেধা তে অভিনয় করতে দেখা যাবে হৃত্বিক রোশান এবং সাইফ আলী খান কে। হৃত্বিক রোশান কে ভেধার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং সাইফ আলী খান কে বিক্রম এর চরিত্রে। এদের পাশাপাশি এই ছবির মুখ্য চরিত্ররা হলেন, রাধিকা আপতে, রোহিত সারাফ এবং যোগীতা বিহানি । এই মুভির মিউসিক ডিরেক্টর হলেন বিশাল – শেখার।
২০১৭ এ মুক্তি প্রাপ্ত বিক্রম ভেধা এর বাজেট ছিল আনুমানিক ১১ কোটি এবং বক্স অফিস এ প্রায় ৭০ কোটি টাকা লাভ করেছিল। আসন্ন বিক্রম ভেধা এর বাজেট প্রায় ১৭৫ কোটি। এবার দেখার বিষয় এই যে নতুন চরিত্রে র বিক্রম ভেধা ( ২০২২) বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে।
অভিনেতা হৃত্বিক রোশান বলেছেন, “জয় বা ব্যর্থতা যাই হোক না কেন, আমি আমার পরিচালক পুষ্কর গায়েথরী র স্পষ্টতা এবং দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞতায় পূর্ণ।” এরপর জানালেন ছবিতে তার চরিত্রের কথা, জানান, “আমার পক্ষে, ভেধা হয়ে ওঠা, বিক্রম হিসাবে সাইফ আলি খানের শক্তিশালী উপস্থিতি ছাড়া সম্ভব হত না, আমার সমস্ত সহ-অভিনেতা বিশেষত রোহিত সরফ, রাধিকা আপ্তে এবং যোগিতা বিহানি যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন একজন নায়ক হিসেবে নয়,একজন অভিনেতা হিসেবে কাজ করতে।”
৩০শে সেপ্টেম্বর ২০২২ এ মুক্তি পাওয়ার কথা বিক্রম ভেধা-র। পুষ্কর গায়েথরী র অন্যান্য ছবির মতো এই ছবিটি ও যে বক্স অফিসে সাড়া ফেলবে সেই নিয়ে নিশ্চিত নেটিজেনরা।