ইউক্রেনকে যুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে আরও সামরিক সাহায্য ঘোষণা করতে চলেছে আমেরিকা। সূত্রের খবর, প্রায় ৪০ কোটি ডলারের যুদ্ধাস্ত্র পাঠানো হবে ইউক্রেনকে। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছেনা রাশিয়া। তেমনই অপরদিকে আমেরিকা ক্ষোভ প্রকাশ করছে কারণ, রাশিয়াকে অস্ত্র দিচ্ছে চিন। শুধু তাই নয়, বেজিং কেন যুদ্ধে নাক গলাচ্ছে, সে প্রশ্নও তুলেছে ওয়াশিংটন।
প্রসঙ্গত, আমেরিকা সরকারের তরফে অস্ত্রসাহায্য নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি। প্রশাসনের দুই কর্তা নিজেদের নামগোপন রাখার শর্তে সাহায্যের অঙ্কটি ৪০ কোটি ডলার জানিয়েছেন। আমেরিকার পাঠানো নতুন অস্ত্রভান্ডারে থাকবে হিমার লঞ্চারের জন্য ‘গাইডেড মাল্টিপল লঞ্চ’, ‘রকেটস’ , ‘ব্র্যাডলি ফাইটিং ভেহিকলস’ এবং সশস্ত্র যুদ্ধযান। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন আজ, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ়ের সঙ্গে একটি বৈঠক করেছেন, আর সেখানেই আমেরিকার নতুন অস্ত্রসাহায্য নিয়েও আলোচনা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চিনের নাক গলানো নিয়ে বারংবার প্রশ্ন তুলছে আমেরিকা-জার্মানি। মস্কোর দাবি, আগে ইউক্রেনকে মদত দেওয়া বন্ধ করুক পশ্চিম। মস্কোর বক্তব্য, বিশেষত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে আমেরিকা-ইউরোপ, এতে দুই দেশেরই প্রবল ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। এর কারণে দেশের বাসিন্দাদের ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে হবে।