অতিমারীর প্রভাবে ভারতের শিল্প ও অর্থনীতিতে মন্দার বাস্তবতা থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাজ্যে (পশ্চিমবঙ্গ) তৃতীয় দফায় সরকার গড়ার সময়ই তার লক্ষ্য স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তা কার্যত রূপ দিতে আজ,বুধবার থেকে দুদিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সূচনা হবে এই সম্মেলনের। দেশের নামি দামি সংস্থা গুলির সাথে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে (Bengal Global Summit 2022)।বস্তুত শুরু হতে চলেছে বৃহত্তম লগ্নিযজ্ঞ।
আমেরিকা,ইতালি,বাংলাদেশ,জার্মানি,অস্ট্রেলিয়ার শিল্প প্রতিনিধিরা যোগ দেবেন এই শিল্প সম্মেলনে। অতিমারীর প্রভাবে ধাক্কা খাওয়া দেশের অর্থনৈতিক অবস্থায় এ রাজ্যের বড় বিনিয়োগ টানার প্রস্তুতি নেহাত সহজ নয়,তবে প্রশাসনিক পর্যবক্ষেকদের মতে এবছরের সম্মেলনে বড়ো বিনিয়োগ আসতে পারে তাজপুর সমুদ্র বন্দর ঘিরে। সূত্রে জানা গেছে তাতে আগ্রহ দেখিয়েছেন আদানি গোষ্ঠী। ডেউচা পাঁচামিতে বড় কয়লা খনি প্রকল্পের সম্ভাবনাও রয়েছে, গড়ে উঠতে পারে বিড়লা গোষ্ঠীর রঙের কারখানা,গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ তৈরিতেও বড় বিনিয়োগ আসতে পারে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও লগ্নির আশা করছে শিল্পমহল।
এই সম্মেলনে যারা যারা আজ হাজির থাকতে পারেন তারা হলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা,হিন্দুস্থান ইউনিলিভারের এমডি সঞ্জীব মেহতা,জেএসডাব্লু গোষ্ঠীর সজ্জন জিন্দল,এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ কুমার খাঁড়া। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সংস্থার শীর্ষ কর্তা।
বিশেষজ্ঞদের মতে অতিমারি পরবর্তী সময়ে এবং অর্থনৈতিক মন্দা কাটিয়ে কর্মসংস্থানের লক্ষ্যে বিনিয়োগ আনতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সম্মেলন করার যে সাহস দেখালেন তা দেশের শিল্প মহলকে আকৃষ্ট করেছে।