শ্যুটিং চলাকালীন নাকে গভীর চোট পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।লস অ্যাঞ্জেলসে শ্যুটিং করার সময় নাকে চোট পান বলিউড বাদশা।মার্কিন মুলুকেই অস্ত্রোপচার হয়েছে তাঁর।কোনও বড় আঘাত পাননি শাহরুখ।মার্কিন মুলুকেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। এরপরেই নিজের দেশে ফেরেন বলিউড ‘বাদশা’।
সূত্রের খবর ছিল, তাঁকে নাকি নাকে ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখা গিয়েছিল। কিন্তু আজ সকাল সকাল চিত্র একেবারে ভিন্ন। স্বাভাবিকভাবেই উদ্বেগে শাহরুখ অনুরাগীরা, সমাজমাধ্যমের পাতায় তাঁর আরোগ্য কামনায় মেতে ওঠেন ভক্তরা, দেশের বাদশা বলে কথা!
ভোর সাড়ে চারটেয় এক ছবিশিকারীর অ্যাকাউন্ট থেকে শাহরুখ খানের মুম্বই বিমানবন্দরে নামার ছবি পোস্ট করা হয়। সঙ্গে ছিলেন তাঁর সফর সঙ্গীরা। শাহরুখ পরেছিলেন একটি ছাই-নীল সোয়েটশার্ট, নীল ডেনিম , মাথায় একটি কালো টুপি, চোখে গগলস। তাঁর নাকে কোনো ব্যান্ডেজ দেখা যায়নি ।
শাহরুখের পাশেপাশে এদিন দেখা গেল স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আব্রাম খানকে। স্বামীর সঙ্গে টুইনিং করে পোশাক পরেছিলেন গৌরীও। ব্লু ফ্লোরাল ড্রেস, কালো ব্লেজার, সাদা স্লিপার। সঙ্গে চোখে ছিল কালো সানগ্লাস।
এর আগেও ছবির সেটে আহত হয়েছিলেন শাহরুখ।
আঘাতটি গুরুতর প্রকৃতির না হওয়ায়, শ্যুটিং বন্ধ করেননি এসআরকে। সে সময় প্রত্যক্ষদর্শীরা দেখতে পান তাঁর নাকে ব্যান্ডেজ রয়েছে। জানা যাচ্ছে উদ্বেগের কিছু নেই। সুস্থ আছেন শাহরুখ। এই মুহূর্তে নিজের বাড়ি মন্নতে রয়েছেন তিনি।