নতুন সংসদ উদ্বোধন নিয়ে বিতর্কের মধ্যেই আর বি আই ঘোষণা করলো আগামী ২৮সে মে নতুন সংসদ উদ্বোধনের দিনেই ভারতীয় বাজারে আনা হবে নতুন ৭৫ টাকার কয়েন। ইতি মধ্যেই ২০০০টাকার নোট সেপ্টেম্বর মাসের পর বন্ধ করার কথা ঘোষণা করেছে আর বি আই। আর এর মধ্যেই চলতি সপ্তাহের বৃহস্পতিবার আর বি আই ঘোষণা করলো সংসদের উদ্বোধনের দিন ভারতীয় বাজারে আনা হবে ৭৫টাকার কয়েন।
কিন্তু ৭৫টাকার কয়েনই কেনো? এই সম্পর্কে আর বি আই বলেছে গত বছর ভারত তার স্বাধীণতার ৭৫ বছর পূরণ করেছে সেই জন্যই ৭৫টাকার কয়েন। নতুন সংসদ উদ্বোধনের দিনেই কেনো এই কয়েন বাজারে আনা হচ্ছে? এই সম্পর্কেও আর বি আই বলেছে নতুন সংসদের উদ্বোধনের দিনটিকে আরও স্মরণীয় করার জন্যই এমন সিদ্ধান্ত।
এবার জানা যাক এই কয়েন টা দেখতে কেমন হবে? অর্থমন্ত্রক জানিয়েছে এই কয়েন ৪টি ধাতুর মিশ্রণে তৈরী হবে যার মধ্যে রুপোর ভাগ থাকবে ৫০শতাংশ তামার ৪০শতাংশ এছাড়া নিকেল ও দস্তার ভাগ থাকবে ৫শতাংশ করে। কয়েন টির একপ্রান্তে থাকবে অশোক স্তম্ভের ছবি তার এক পাশে দেবনাগরী তে লেখা থাকবে ‘ভারত’ ও অন্য পাশে ইংরেজিতে লেখা থাকবে ‘ইন্ডিয়া’। অশোক স্তম্ভের নিচে লেখা থাকবে ৭৫। কয়েন টির অন্য প্রান্তে নতুন সংসদের ছবি থাকবে এবং তার নিচে লেখা থাকবে ‘সংসদ সংকুল’ এবং তার নিচে ইংরেজিতে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’। এই কয়েন টির ওজন হতে চলেছে 35 গ্রাম।আর বি আই এর কথা মতো ঘটনাটি স্মরণীয় হবে বলেই অনুমান সবার।