দেখে কে বা বলবে যে এই সুইস মহাতারকা অর্থাৎ রজার ফেডেরার খেলতে চলছেন তার জীবনের শেষ পেশাদার প্রতিযোগিতা, আর সেটা কি আদতে গ্রহণ করে নেবেন তাঁর ভক্তরা! তবে গত সপ্তাহে এটাই বাস্তব বলে ঘোষণা করলেন এই ২০ গ্র্যান্ড স্লাম জয়ী মহাতারকা স্বকন্ঠে। তিনি এই দিন পরিষ্কার জানান যে আসন্ন লেভার কাপই হতে চলছে তার সর্বশেষ এটিপি টুর্নামেন্ট। এরই সূত্রে মঙ্গলবার, জোরকদমে চালু করে দিলেন তাঁর প্রস্তুতি।
লেভার কাপের সরকারি টুইটার হ্যান্ডেলে দেখা যায় তাঁর অনুশীলনের দৃশ্য। তাঁকে ছাড়াও দেখা গিয়েছে আরও অন্যান্য মহাতারকার অনুশীলনের কিছু ছবি ও ভিডিও। তাঁর সঙ্গে অনুশীলন করতে দেখা যায় গ্রীক তারকা স্টেফানোস চিচিপাসকে।সাথে ছিলেন কিংবদন্তি বিয়ার্ন বর্গ এবং জন ম্যাকেনরোও। সুইস মহাতারকা ফেডেরার ছাড়াও পাশাপাশি আছেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ ।
ভিডিওতে ফেডেরারকে দেখা যায় তার স্বাভাবিক নরম শান্ত মেজাজেই। তবে আরও খোশমেজাজের পরিচয় পাওয়া যায় তাঁর নিজস্বি তোলার একটি দৃশ্য থেকে। তবে সত্যিই বিশ্বাস করা দায় যে আর দেখা যাবেনা এই উজ্জ্বল নক্ষত্রের সুবর্ন সেই স্মাসগুলো।