ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর জন্য আজই লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিরাট কোহলি।এবার দেশের হয়ে খেলতে ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন বিরাট। পরের মাস থেকে শুরু বিশ্ব টেস্ট ফাইনাল (WTC final)। তাই বিশ্রাম না নিয়ে প্রস্তুতি সারতে আগেভাগেই ইংল্যান্ডে চলে যাচ্ছেন বিরাট-সহ আরও ৯ জন ভারতীয় ক্রিকেটার। ৭ জুন অস্টেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের খেলা শেষ। প্লে-অফে জায়গা করে নিয়েছে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং শেষ দিনে মুম্বই ইন্ডিয়াস। লন্ডন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।তবে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য পরিকল্পনা করেছে। তিন ভাগে পাঠানো হবে ভারতীয় ক্রিকেটারদের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফে নেই। ঠিক তেমনই কলকাতা নাইট রাইডার্সও। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে থাকা এই ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের প্রথম ভাগে ইংল্যান্ড পাঠানো হতে পারে।তাদের মধ্যে রয়েছেন আরসিবির বিরাট কোহলি, মহম্মদ সিরাজও। কেকেআরের উমেশ যাদব, শার্দূল ঠাকুর।
আইপিএলে টানা দুটো ম্যাচে বিরাট কোহলি কে শত রান করতে দেখা গিয়েছিল। কিন্তু তাকে ঝুঁকিপূর্ণ কোন শর্ট খেলতে দেখা যায়নি হায়দ্রাবাদের বিরুদ্ধে শত রানের পর বিরাট কোহলি সবটা পরিষ্কার করে দিয়েছিলেন আমি কোনও ফ্যান্সি শট খেলতে চাই না। কারণ, সারা বছরই ক্রিকেট থাকে। আইপিএল শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে যাতে ইংল্যান্ডে গিয়ে লাল বলে প্রস্তুতি সারতে পারেন বিরাটরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। সেই বারে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তখন নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ২০১৩ সালের পর ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জেতেনি। এ বার বিরাট কোহলির নজরে আইসিসি ট্রফি।