২০২০ সালে মোহনবাগানের সঙ্গে আইএফএলের ফ্রাঞ্চাইজ এটিকে যুক্ত হওয়ার পর থেকে বহুবার আন্দোলন করেছেন সবুজ মেরুন সমর্থকেরা। কখনো তাদের আন্দোলন ছিল এটিকে মোহনবাগানের কলো রঙের জার্সি নিয়ে আবার কখনো তাদের আন্দোলন ছিল মোহনবাগানের আগে থেকে এটিকে নামটি সরাতে হবে। ২০২২-২৩ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে মোহনবাগানের আগে থেকে এটিকে নামটি সরিয়ে নেওয়া হবে। মোহনবাগানের নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল শেষ হওয়ার পর থেকেই আপামর সবুজ মেরুন সমর্থকদের জন্য উপহারের ডালি সাজিয়ে বসেছেন সঞ্জীব গোয়েঙ্কা।
প্রথমে চলতি বছরে আইপিএলে লখনৌ বনাম কলকাতার যে ম্যাচটি ইডেনে ছিল সেই ম্যাচটিতে মোহনবাগানের লেগেসিকে শ্রদ্ধা জানিয়ে লখনৌ কে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখা যাক। এরপর সমর্থকদের মনে প্রশ্ন ছিল মোহনবাগান সুপার জায়ান্ট এর নতুন লোগো কেমন হবে সেখানেও চমক দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। অনেকের মনে ই প্রশ্ন ছিল নতুন লোগোতে আদেও কি মোহনবাগানের জন্ম সাল ১৮৮৯ থাকবে কিনা? কিন্তু গতকাল লোগো রিলিজ হওয়ার পর দেখা যায়, সেখানে ১৮৮৯ রয়েছে। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট এর নতুন জার্সি কি হবে সেই নিয়ম প্রশ্ন দেখা দেয় সমর্থকদের মনে। মোহনবাগান সুপার জায়ান্ট এর তরফ থেকে জানানো হয় সমর্থকরাই নতুন দলের জার্সি ডিজাইন করবে।
সবদিক থেকে দেখতে গেলে সবুজ আপামর সবুজ মেরুন সমর্থকদের জন্য এখন পৌষ মাস। এতকিছু পর ৪ঠা জুলাই আর্জেন্টিনার আর এক হ্যান্ড অফ গড এমিলিয়ানও মার্টিনেজ শতদ্রু দত্তের নিমন্ত্রণে মোহনবাগান ক্লাবে আসে। এই দিন সবুজ মেরুন সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। এই দিন মাল্টিনেজের সামনে কলকাতা পুলিশ অল ষ্টার বনাম মোহনবাগান অল স্টারের ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়।