বিবিসির(BBC) বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ অবশেষে স্বীকার করলো ব্রিটিশ সংবাদ সংস্থাটি। আয়কর দপ্তরে একটি ইমেইল পাঠিয়ে তাদের স্বীকারোক্তি তারা অন্তত ৪০ কোটি টাকার গরমিল করেছে। অপরাধের সাজা হিসেবে সংস্থাটি কে নতুনভাবে আয়কর ফাইল করতে হবে এবং পর্যাপ্ত জরিমানাও দিতে হবে।
গত ফেবরুয়ারি মাসে বিবিসির মুম্বাই ও দিল্লির দপ্তরে টানা ৬০ঘণ্টা তল্লাশি চালিয়ে কর ফাঁকির নানান গুরুত্বপূর্ণ হিসাব বহির্ভূত আয়ের তথ্য জোগাড় করেন ED আধিকারিকরা। তবে বিভিন্ন রাজনৈতিক মহলের ধারনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংক্রান্ত তথ্যচিত্র প্রকাশের জেরে প্রতিহিংসামূলক আচরণ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তবে সাম্প্রতিক সমস্ত ধারনা অভিযোগকে ভুল প্রমাণ করে সবাইকে চমকে দিয়ে যাবতীয় অভিযোগ মেনে নিয়েছে BBC। তারা স্বীকার করেছে আয়ের সমস্ত হিসেব দেখায়নি যেটা কর ফাঁকি দেওয়ারই সমান। দুই বিবিসি(BBC) কর্তা তাদের পরিচয় গোপন রেখে জানিয়েছেন তাদের অন্তত কোটি টাকার ওপরে জরিয়ানা দিতে হবে।
যদিও ED উচ্চ আধিকারিকরা সংস্থাটি কে ইমেইল এর পরিবর্তে আইনিভাবে অভিযোগ মেনে নেওয়ার পরামর্শ জানিয়েছে। এছাড়া ED আরো জানিয়েছে আইনি স্বীকারোক্তি ছাড়া তারা আইন মেনে অন্তর্তদন্ত চালিয়ে যাবে।