অতিমারী করোনার সময় ভারত সরকারের কোউইন পোর্টাল দেশবাসীর কাছে এক ভরসার মাধ্যম হয়ে উঠেছিল । ভ্যাকসিনের স্লট বুক থেকে শুরু করে রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন নেওয়ার পর সার্টিফিকেট ডাউনলোড করা যেত বাড়িতে বসে অনায়াসেই । কিন্তু এবার সেই কোউইন পোর্টাল থেকেই ছড়িয়ে পড়ছে জাল সার্টিফিকেট। মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এই ঘটনা সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বিস্তৃত এলাকায় ।
ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায় , এক ব্যক্তি স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে করোনা টিকাকরণের সার্টিফিকেট চান। কিন্তু , সেই রাজ্যে গত চার-পাঁচ মাসে কোনও টিকাকরণই হয়নি। অথচ এরপরও কোউইনের অপব্যবহার করে, সেখানে লগ ইন করে ভুয়ো ভ্যাকসিনেশনের সময় বুক করা যাচ্ছে এবং মিলছে সার্টিফিকেটও। এলাকার ৩৬ জন এই সার্টিফিকেট পান যাতে তাদের টিকাকরণের তারিখ লেখা ছিল ৩০ শে মে । কিন্তু তদন্তে জানা গিয়েছে, ওই স্বাস্থ্য কেন্দ্রে ৩০ শে মে কোনও টিকাকরণই হয়নি। অথচ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, এখান থেকেই করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বিষয়টি প্রশাসনের নজরে এলে স্বাস্থ্যপ্রধান, স্বাস্থ্য আধিকারিক এবং ডিসট্রিক্ট কালেক্টর সতীশ কুমার পুলিশকে খতিয়ে দেখার এবং অপরাধীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন । তবে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে , অ্যাডমিন লগ ইন কিংবা পাসওয়ার্ড বদলে ফেললেও ‘ফ্যানটম সেশন’ ব্যবহার করে জাল সার্টিফিকেট বের করা সম্ভব হচ্ছে ফলে টিকাকরণ ছাড়াই সার্টিফিকেট পাওয়া যাচ্ছে , এর ফলে যেমন জাল সার্টিফিকেট এর পরিমাণ বাড়বে এবং একটি বড়ো সংখ্যার মানুষ টিকা থেকে বঞ্চিত হবেন যা একান্তই কাম্য নয় । তাই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় ভিন্ড প্রশাসন ।