সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মেয়েদের সাফল্য নজর কেড়েছে দেশের। UPSC পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের মেয়েদের সাফল্য। প্রথম চারটি স্থানই অধিকার করেছেন মেয়েরা। প্রথম স্থানে রয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা আগরওয়াল। তৃতীয় স্থান পেয়েছেন গামিনী সিংলা এবং আর চতুর্থস্থানে রয়েছেন ঐশ্বর্য বর্মা।
প্রথম স্থান জয় করে দেশের মেয়েদের এক নতুন দিশার পথে এগিয়ে নিয়ে গেলেন শ্রুতি শর্মা। উত্তরপ্রদেশে বিজনোর শহরের বাসিন্দা শ্রুতি। শ্রুতি শর্মা হলেন একজন ইতিহাসের ছাত্রী, যিনি দীর্ঘদিন ধরেই UPSC, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে চলেছিলেন। সেন্ট স্টিফেনস কলেজ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় -এ পড়াশোনা করেছেন শ্রুতি শর্মা। এছাড়া দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে ও UPSC পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন শ্রুতি। প্রথম দশের মধ্যে রয়েছে পাঁচজন ছাত্রী এবং পাঁচজন ছাত্র। তবে প্রথম চারটি স্থান দখল করেছে মেয়েরাই। পঞ্চম স্থানে রয়েছেন উৎকর্ষ দ্বিবেদী। ষষ্ঠস্থান অধিকার করেছেন যক্ষ চৌধুরী। সপ্তম স্থানে রয়েছেন সাম্যক এস জৈন। অষ্টম স্থানাধিকারী হলেন ঈশিতা রাঠি। নবম ও দশমস্থান পেয়েছেন প্রীতম কুমার ও হরকিরাত সিং রনধাওয়া।
UPSC পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ভারত যখন দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, সেই গুরুত্বপূর্ণ সময়ে এই নবপ্রজন্মের আমলারা দেশ সেবার অন্যতম পথিকৃৎ হয়ে থাকবে।