বছরের শুরুতেই নতুন রেকর্ড গড়লেন বিশ্ব বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের আসনে বসলেন তিনি। ছড়িয়ে গেলেন জোসেফ বিকানের রেকর্ডকে । একই ম্যাচে হ্যাট্রিক ও সেই সাথে ৮০৭ টা গোল করে পৌঁছে গেলেন গোল করার নিরিখে সর্বোচ্চ ফুটবলারদের তালিকার শীর্ষ স্থানে। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে ৩-২ গোলের মাধ্যমে হারায় টটেনহ্যামকে।
স্পোর্টিং লিবসন, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও পর্তুগাল দলের হয়ে গোল করেছেন রোনাল্ডো। তাতেই ছড়িয়ে গেছেন জোসেফ বিকনকে।
ম্যানচেস্টার ডার্বিতে ম্যাচ খেলার সময় চোট লাগার দরুন টটেনহ্যাম-এর বিরুদ্ধ ম্যাচে রোনাল্ডো আদেও খেলতে পারবে কিনা সেই বিষয় সন্দেহ ছিল সবার মধ্যেই। কিন্তু শনিবার ম্যাচে কামব্যাক করে টটেনহ্যাম- এর বিরুদ্ধে দুর্দান্ত হ্যাট্রিক করে সারা বিশ্ববাসীকে আবারও প্রমাণ করে দেন কেনো তিনি শীর্ষস্থান যোগ্য।
প্রায় ১৪ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে হ্যাট্রিক করলো রোনাল্ডো। ম্যাচ শুরুর আগে রোনাল্ডোর গোল সংখ্যা ছিল ৮০৪ টি। ম্যাচ শুরুর প্রথম ১২ মিনিটেই একটি দুর্দান্ত গোল করে ধরে ফেলেন জোসেফ বিকনের রেকর্ড। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল ও ৮১ মিনিটে হেড দিয়ে দুর্দান্ত ভাবে শেষ গোল করে টিমের প্রতি জয় নিশ্চিত করে রোনাল্ডো। ও সেই সাথে নিজের দলকে প্রিমিয়ার লিগের তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে দেয় রোনাল্ডো।