মাথা খাটাতে ভুলেই গিয়েছে নতুন প্রজন্ম, বললেন নওয়াজ। তাঁর মতে, চারপাশে শুধুই সস্তার বিনোদন, ভাল কিছু দেখতেই পাচ্ছেন না যা মানুষকে মনোরঞ্জনের সাথে সাথে সমৃদ্ধও করতে পারে। হতাশা প্রকাশ করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
‘সাইকো রমন’ , ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী বরাবর নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন নানান ধারার ছবির মাধ্যমে। ভালো চিত্রনাট্য ছাড়া তিনি রাজি হন না সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয় করতে। নওয়াজের অভিনীত বেশির ভাগ ছবির বিষয়বস্তু ক্রাইম, থ্রিলার এবং অ্যাকশন তা ছাড়া সেই ছবি গুলিতে থাকে অসাধারণ কনটেন্ট। যেমন- ‘বদলাপুর’ ‘সেক্রেড গেম্স’ ,’ঠাকরে’ ইত্যাদি ও আরো নানান ছবি। তার মতে, ক্রাইম থ্রিলার কখনওই তাৎপর্য হারায় না। তিনি বলেন , “এ ধরনের গল্প মস্তিষ্কের সচলতা বাড়ায়। কৌতূহল উদ্রেক করে মানুষের মনে। সে কারণেই এ ধরনের গল্প কখনও পুরনো হয় না।”
নেটমাধ্যম ছেয়ে যাওয়া ছবি এবং সিরিজ গুলোরি উদ্দেশ্যে তিনি বলেন “বলতে খারাপ লাগছে, কিন্তু সস্তার বিনোদনের পিছনেই ছুটছি আমরা। বাচ্চাদের একটা কিছু জিজ্ঞেস করুন, গুগল করে বলবে। কোনও দেশের রাজধানীর নামটুকুও মনে রাখতে পারে না। এই দিন দেখতে হচ্ছে মস্তিষ্ক পুষ্টি পাচ্ছে না বলেই। ব্রেনের এক্সারসাইজ করার ক্ষমতা নষ্ট করছে নেটদুনিয়া।”