নতুন এক যুদ্ধের ছায়াপথ অবলম্বন করছে চীন। মার্কিন কম্পিউটার গুলিকে নিশানা করছে চীনা সরকারের মদরপ্রাপ্ত হ্যাকাররা।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ সূত্রে খবর, সম্প্রতি একটি রহস্যময় কোডের সন্ধান পেয়েছে মাইক্রোসফ্ট ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি।প্রশান্ত মহাসাগরে গুয়াম থেকে শুরু করে মূল মার্কিন ভূখণ্ডের টেলিকমিউনিকেশন কম্পিউটারগুলিতে আচমকাই দেখা মিলেছে এই কোডের। মাইক্রোসফট দাবি করেছে এটি একটি সাইবার হামলা। রাউটার বা ইন্টারনেট কানেকশন ব্যবহার করা হয় এমন গেজেটের মাধ্যমে এই হ্যাকিং করা হয়েছে। এর নেপথ্যে চিন সরকার ও লাল ফৌজের মদত প্রাপ্ত হ্যাকারদের সন্দেহের লিস্টে রাখা হয়েছে।
এখন একটি কম্পিউটার ও ইন্টারনেট কানেকশনই হচ্ছে যুদ্ধাস্ত্র। যে কোনও দেশের ব্যাংকিং পরিষেবা, যান চলাচল, এমনকি মিসাইল সিস্টেম তছনছ করে দিতে অহরহ চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। গোয়াম থেকে এই ছায়াযুদ্ধ শুরু হয়েছে । প্রশান্ত মহাসাগরের গুয়ামে মার্কিন ফৌজের ঘাঁটি রয়েছে। তাইওয়ানে লালফৌজের হামলা হলে গুয়াম থেকেই পালটা মার দেবে আমেরিকা। ফলে গুয়ামের যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হলে আমেরিকার সেনাবাহিনী বড় ধাক্কা খাবে।